টিএনআর একাডেমি ওয়েবসাইট ব্যবহার, সেবা গ্রহন কিংবা যেকোন কোর্সে এনরোল এর ক্ষেত্রে
নিম্নক্ত শর্তাবলী অবশ্যই মানতে হবে।
*** শর্তাবলীঃ
# ক) টিএনআর একাডেমি ওয়েবসাইটে লগিন, সেবা গ্রহন, কোর্সে এনরোল এবং ব্লগ পোষ্টে মন্তব্য প্রদানের ক্ষেত্রে আপনাকে নিবন্ধন করতে হবে। তবে, নিবন্ধন ছাড়া শুধুমাত্র ব্লগ পোষ্টে মন্তব্য প্রদান করা যাবে।
# খ) টিএনআর একাডেমি কোয়ালিটিতে বিশ্বাস করে, তাই আমরা সবসময় চেষ্টা করি সঠিক ও যথাযথ কোর্স কিংবা সেবা প্রদান করতে। তবে আপনি যদি গ্রহণ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে টিএনআর একাডেমি কোনভাবেই দায়ী থাকবেনা।
# গ) আপনি যদি টিএনআর একাডেমি এর কোন সেবা গ্রহন কিংবা কোন কোর্সে এনরোল হতে চান উক্ত বিষয় সম্পর্কে অবশ্যই ভালভাবে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন।
# ঘ) টিএনআর একাডেমি এর যে কোন সেবা গ্রহন কিংবা কোর্স এনরোল ফি (টাকা) ফেরৎ যোগ্য নহে।
# ঙ) টিএনআর একাডেমি এর সকল কোর্স/ভিডিও লেসন বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। কোন অবস্থাতেই কোর্সের কোন ভিডিও লেসন বা অংশবিশেষ কপি করা, সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, বন্ধুর সাথে শেয়ার করা কিংবা টাকার বিনিময়ে পুনরায় বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারো বিরুদ্ধে এমন কোন তথ্য/অভিযোগ পাওয়া গেলে, বিনা নোটিশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় কপিরাইট আইন ও আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://copyrightoffice.gov.bd
# চ) কোর্সে এনরোল করার পর আপনার ইউজার আইডি – পাসওয়ার্ড আপনি ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া যাবেনা, এতে আপনার মেম্বারশীপ/অ্যাকাউন্ট স্থায়ি ভাবে বাতিল করা হবে।
# ছ) টিএনআর একাডেমি এ প্রকাশিত কোন ব্লগ, কোর্স বিবরণী, কোর্স আউটলাইন, ফটোগ্রাফ, গ্রাফিক্যাল ইলিমেন্ট ইত্যাদি কপি করা বা কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিদ্রঃ আপনি যদি টিএনআর একাডেমি এর ওয়েবসাইট ব্যবহার, সেবা গ্রহন কিংবা কোর্সে এনরোল হতে চান, তবে উপরের সব গুলো শর্তাবলী মেনে নিয়েছেন বলে গণ্য হবে।